Tuesday, March 13, 2012

lover

একটি কপি পেষ্ট প্রযোজনা

নিত্য নতুন কপি পেষ্ট এর ঘাদুঘর

Main menu

ভালোবাসতে কি কারন সত্যিই প্রয়োজন ??

 
0
 
0
 
i
 
কেমন লেগেছে ?
Quantcast
ভালোবাসতে কি কারন সত্যিই প্রয়োজন ??পড়ে দেখার অনুরোধ রইল..আর ভাল লাগলে লাইক দিতে ভূলবেননা…
প্রেমিক ও প্রেমিকার কথোপকথন-
প্রেমিকা: আচ্ছা বলতে পার কেন তুমি আমাকে এত পছন্দ কর? ভালোবাসো ?
প্রেমিক: জানি না, কিন্তু বাসি যে ভালো এতে কি কোন সন্দেহ আছে?
প্রেমিকা: হুঃ তুমি কারনই বলতে পারলে না, আবার বলো ভালোবাসি। যতসব ভন্ডামি।
প্রেমিক: আমি সত্যিই কোন কারন জানি না কিন্তু প্রমানচাইলে দিতে পারি।
প্রেমিকা: প্রমান !!! না কোন প্রমান না আমি তোমার কাছে কারন জানতে চাই।
প্রেমিক: আচ্ছা… আচ্ছা বলছি……..

আমি তোমাকে ভালোবাসি কারন,
—–তুমি সুন্দর।
—–তুমি দ্বায়িত্ববান।
—– তোমার চালচলন ভাল লাগে।
—– তোমার হাসি ভাল লাগে……… আরো কতোকি ………
এই কথা শুনার পর প্রেমিকা প্রায় তার প্রেমিকের ভালোবাসা দেখে প্রায় অজ্ঞান হয়ে যায়।
.
.
.
এর কিছুদিন পর এক মারাত্মক রোড এ্যাকসিডেন্টে মেয়েটির সমস্ত শরীর পুড়ে যায়
এবং সে কোমায় চলে যায়…..
কোমা থেকে যখন মেয়েটি ফেরত আসে তখন তার আর অতীত বলে কোন স্মৃতি থাকে না। কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে, দৃষ্টিশক্তি থাকে না, থাকে না সেই উচ্ছ্বল হাসিও।
তখন একদিন ছেলেটি বলে ডার্লিং একদিন আমি তোমাকে বলেছিলাম কেন আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আজ তোমার সেই সৌন্দর্য, চেহারা কথা হাসি কোনটাই নেই। এমনকি তুমি আমার কথা শুনতেও পারছ না। আর দ্বায়িত্বতো অনেক দুরের ব্যাপার। যদি তোমার মতে আমি চলি, তাহলে আজ তোমাকে ভালোবাসার কোন কারন নেই কিন্তু আমি তোমাকে ভালোবাসি, কোন কারন ছাড়াই ভালোবাসি..

One thought on “ভালোবাসতে কি কারন সত্যিই প্রয়োজন ??

টুটুল says:s

1 comment: